কাগজ সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সাথে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ইনভেস্টরবৃন্দ এক মতবিনিময় করেছেন। যশোর সার্কিট হাউজে মঙ্গলবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় ইনভেস্টরবৃন্দ পার্কের বিদ্যমান নানান সমস্যা নিয়ে আলোচনা করেন।
এ সময় নেতৃবৃন্দ বিদ্যুৎ বিল, অসমস্পেস ভাড়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। ইনভেস্টরদের সমস্যার ব্যাপারে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে আইসিটি নিয়ে সরকার বেশ তৎপর। তাই বেশ গুরুত্বের সাথে কাজ করছে সরকার। এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি।
আলোচনা পর্বে অংশ নেন যশোরের জেলা প্রশ্সাক তমিজুল ইসলাম খান, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ইনভেস্টর এসোসিয়েশনের সভাপতি আহসান কবীর, সহসভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহ জালাল, বর্ণ আইটির প্রতিষ্ঠাতা উজ্জ্বল বিশ্বাস, চাকলাদার ক্রপের প্রতিষ্ঠাতা ইমানুর রহমান। অংশ নেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ইনভেস্টর এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাকিব হাসান, নির্বাহী সদস্য আবু সাইদ চঞ্চল, আনিকা হাসানসহ অন্যান্য ইনভেস্টরবৃন্দ। আলোচনা শেষে প্রতিমন্ত্রীকে পার্কের সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হয়।