শালিখার খাটোর রামানন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ নিজাম উদ্দিন মল্লিক দীর্ঘ ১৬ মাস বেতন থেকে বঞ্চিতর অভিযোগ

0
333

শালিখা প্রতিনিধি ঃ মাগুরার শালিখা উপজেলার রামানন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী নিজাম উদ্দিন মল্লিক দীর্ঘ ১৬ মাস বেতন থেকে বঞ্চিত রয়েছে। নিজাম উদ্দিন মল্লিকে অভিযোগে জানাজায় দীর্ঘ ১৬ মাস পূর্বে রামানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত থাকা কালিন সময় তৎকালিন ম্যানেজিং কমিটির সভাপতি ও রামানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক তার পদত্যাগ পত্রে জোর পূর্বক াকর করতে বাধ্য করে। তাকে বিদ্যালয় থেকে সরিয়ে মোটা অংকের উৎকোস গ্রহণ করে নতুন দুই জনকে নিয়োগ দিলে,নিজাম উদ্দিন মল্লিক তাদের বিরুদ্ধে বিভিন্ন অধিদপ্তরে ও আদালতে অভিযোগ দায়ের করেন। এবং এখন প্রজন্তো আদালতে মামলা চলমান রয়েছে বলে তিনি জানান। এবিষয়ে শালিখা উপজেলা মাধ্যমিক শিা অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন,দীর্ঘ ১৬ মাস পূর্বে নিয়োগ চলাকালীন সময় নিজাম উদ্দিন মল্লিকের দেওয়া কোন অভিযোগ পাইনি। নিজাম উদ্দিন মল্লিক দুঃখ প্রকাশ করে বলেন,আমি একজন পা প্রতিবন্ধী মানুষ, আমার ১৬ মাস বেতন বন্ধ থাকায় অনেক কষ্টে জিবন জাপন করতে হচ্ছে, আমার চাকরি ফেরত পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তপে কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here