শ্যামনগরে অগ্রগতি সংস্থার অবহিত করণ প্রকল্প সভা অনুষ্ঠিত

0
222

শ্যামনগর ব্যুরো : সাতীরার শ্যামনগর উপজেলার অগ্রগতি সংস্থার অবহিত করণ প্রকল্প সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ২০০৯ এর তথ্য আইন বাস্তবায়নের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। মানুষের অধিকার আদায়ে সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দরিদ্র দলিত ও প্রাতিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে তথ্য আদায়ে সচেতন মূলক কাজ করায় এই সংস্থার মুল উদ্দেশ্য। শুরুতে প্রজেক্ট কো- অর্ডিনেটর আর টি আই প্রকল্পের আল মামুন। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে তথ্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। এছাড়া তথ্য আদান প্রদানের বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করেন। অনুষ্ঠানে শিক, সাংবাদিক, সুশীল সমাজ, উপজেলার বিভিন্নস্তরের অফসারবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাংবাদিক আনিসুজ্জামান সুমন, প্রেসকাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাংবাদিক কামরুজ্জামান, নীলাকাশ বার্তার সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাংবাদিক মারুফ, অগ্রগতি সংস্থার শ্যামনগর দায়িত্বরত কর্মকর্তা হাসনা হেনা, কার্টার সেন্টারের তথ্য বন্ধু মাসুদা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here