মাগুরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী ও শ^শুর আটক

0
307

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদরের হাজিপুর ফুলবাড়ি গ্রামে যৌতুক না পেয়ে আছমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। নিহত আছমা সদরের নালিয়ারডাঙ্গী গ্রামের হালিম শেখের মেয়ে। স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে সে শুক্রবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মুত্যু হয়। নিহতের মামা এনামুল হকের অভিযোগ, দেড় বছর আগে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নূর আলী মোল্যার ছেলে মহব্বত আলী মোল্যার সাথে তার ভাগ্নি আছমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মহব্বত আলী আছমা খাতুনকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। মেয়ের সুখের কথা চিন্তা করে পাঁচ মাস আগে চড়াসুদে তিন লাখ টাকা ধার করে জামাইয়ের হাতে তুলে দেন আছমার বাবা। তাতেও নির্যাতন বন্ধ হয়নি স্বামী মহব্বত আলীর। আরও টাকার জন্য নির্যাতন চালায় তারা। আছমার বড় ভাইয়ের স্ত্রী রিনা বেগম জানান, গত শুক্রবার মহব্বত আলীর স্বজনরা আছমা খাতুনের বাড়িতে মোবাইল করে তাদের মেয়ে (আছমা) অসুস্থ বলে জানায়। অসুস্থতার খবর পেয়ে আছমার মা ছায়রা খাতুন মেয়ের বাড়িতে গিয়ে তাকে গুরুতর অসুস্থ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তার মুত্যু হয়। আছমা অসুস্থতার কারণ হিসাবে তার স্বামীর নির্যাতনের কথা জানিয়েছিল। এ ঘটনার দোষীদের শাস্তি দাবি করেন তিনি। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, ভুক্তভোগীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই নিহতের অভিযুক্ত স্বামী মহব্বত আলী ও তার বাবা নুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে এবং তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here