কলারোয়া পৌরসভায় এডিপি’র অর্থায়নে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

0
343

এমএ সাজেদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া পৌরসভার উদ্যোগে
এডিপি’র অর্থায়নে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে পৌর সদরের হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এডিপি,রাজস্ব ও বিশেষ বরাদ্দকৃত ৬৩ লাখ ৬ হাজার ৩৫৪ টাকা কাজের ১৮৩৭ ফুট লম্বা,১৫ ফুট চওড়া ও ১ ফুট উচ্চতা (সড়ক ও জনপথের সাত্তার হার্ডওয়ার হইতে হাসপাতাল অভিমুখে কার্পেটিং রাস্তা মেরামত) কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, পৌর
সভার প্রকৌশলী ওজিয়ার রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, প্রকৌশলী
(বিদ্যুৎ) এস এম সোহরাওয়ার্দী, কলারোয়া প্রেসকাবের সভাপতি শিক দীপক
শেঠ, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, মফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, আলফাজ
হোসেন, জাহাঙ্গীর হোসেন, বরাদ্দকৃত কাজের ঠিকাদার মোসার্স আলিফ আরশ
এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী নাদিয়া নুরুল নিশাত, আসাদুর রহমান আসাদ,
পৌর কর্মকতা ইমরুল হোসেন, সাংবাদিক আতাউর রহমান, এমএ
সাজেদ, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, রাজু রায়হান, ফারুক রাজ ও জুলফিকার আলীসহ সুধিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here