এহসানুল হোসেন তাইফুর : যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার কেশবপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বিকেলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২০-২১ অর্থ বছরে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ুদ্র এবং প্রান্তিক ১২’শ কৃষকের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ওই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা ও ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।