চৌগাছায় যুবলীগের আনন্দ মিছিল

0
398

স্টাফ রিপোর্টার (চৌগাছা) যশোর : যশোরের চৌগাছায় উপজেলা যুবলীগের ব্যানারে সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন কে প্রেসিডিয়াম সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী কে প্রচার সম্পাদক ও চৌগাছার সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অমিত কুমার বশু কে সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদণি করে ভাষ্কার্যের মোড়ে এসে শেষ হয়।
পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে ভাষ্কার্যের মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান, মাস্টার তসলিমুর রহমান, মাস্টার ফারুক হোসেন, একেএম শামিম আল মামুন শাহিন, হাসেম আলী, প্রভাষক খালেদুর রহমান টিটো,নুর মোহাম্মদ,নিতাই সরকার,আসাদুল ইসলাম আসাদ, মনিরুজ্জামান মিলন। অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন, শিক নেত মহেশপুর মাহাবুব আজম ইকবাল ঝড়ু, ফুরসারা ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন,সাদ্দাম হোসেন,সোহেল রানা,আকরাম হোসেন,পাসাপোল ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম,হামজা, সিংহঝুলী ইউনিয়ন যুবলীগ নেতা আলী মল্লিক,শরিফ জুয়েল,আশিক মল্লিক,সাহেব আলী,ধূলিয়ানী ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হোসেন,ডবলু রহমান,আসাদুল ইসলাম,সদর ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন রহমান,রাম চন্দ্র,রায়হান,তরুন,জগদীশপুর ইউনিয়ন যুবলীগ নেতা সামছুল,জাহিদ,ইমরান,জনি,পাতিবিলা ইউনিয়ন যুবলীগ নেতা মিলন হোসেন,রিপন ঘোষ,মিন্টু মিয়া,রায়হান,তুহিন হোসেন,হাকিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান হাসনাথ,উজ্জল কুমার,খাইরুল ইসলাম,বসির আহম্মেদ,মালেক হোসেন,নারায়নপুর ইউনিয়ন যুবলীগ নেতা সামসুল আলম,রমজান আলী,হাবিবুর রহমান,আরিফ হোসেন,সোহাগ হোসেন,রুবেল হোসেন,স্বরুপদাহ ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম,মন্টু মিয়া,বকুল হোসেন,রমজান আলী,টিটো আহম্মেদ,ইকবল আহম্মেদ,সুখপুকুরিয়া ইউনিয়ন যুবলীগ নেতা হাসান আলী,উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ মল্লিক, আব্দুল করিম,রুবেল হহুসাইন,এইচ এম ফিরোজ,লিখন হাসান,সোহেল দেওয়ান,শোভন দেওয়ান,জিএম ফয়সাল,তাহমিদ শাকিল,ইমরান খান,অনিক মিত্র,আশিকুর রহমান,হাসান মৃধা,আকিদুল ইসলাম,দেলোয়ার হোসেন,রাসেল মল্লিক,বিকাশ, আমিনুর,হৃদয়,প্রোল্লদ ঘোষ,বাসুদেব,অসিম কুমার,সিপন কুমার,রাজু, তমাল,জয়ন্ত,মঙ্গোল, আনন্দ,প্রভু কুমার সরদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here