চৌগাছা হাসপাতালের ভূয়সী প্রশংসা করলেন ডা. মীরজাদী সেব্রিনা ফোরা

0
240

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্লানিং) ডা. মীরজাদী সেব্রিনা ফোরা। বুধবার দুপুর ১ টা ৩০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এই প্রশংসা করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিলড্রেন প্লে-কর্ণার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এনসিডি) ডা. হাবিবুর রহমান, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি তাদের হাসাপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজী বিন সাদসহ হাসপাতালের মেডিকেল অফিসার, নার্সসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে হাসপাতালের চিলড্রেন প্লে কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন, আজ চৌগাছা হাসপাতালে এসে আমি একটি ইতিহাসের অংশ হয়ে গেলাম। এই প্রথম আমি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কোন কিছুর উদ্বোধন করলাম। তিনি আরও বলেন এর আগে বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. মার্গারেট চ্যাং এই হাসপাতাল পরিদর্শন করে প্রসংশা করেছিলেন। আজ আমিও এখানকার পরিবেশ ও ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here