তালায় কৃষকদের মাঝে আলুর বীজ বিতারণ

0
266

 

স্টাফ রিপোর্টার, তালা ॥ সাতক্ষীরা তালা উপজেলায় লবনাক্ততা সহনশীল আলুর জাত সম্প্রসারণ কর্মসূচি বীজ বিতারণ করা হয়ছে। বুধবার (১৮ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদের চত্বরে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে ও জার্মান সরকারে অর্থায়নে ২৫ কেজি করে ১১৪ জন কৃষকের মাঝে বারি আলু ৭২ও ৭৮ লবনাক্ততা সহনশীল আলুর বীজ বিতারণ করা হয়। বিতারণ কালে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকতা পরিতোষ কুমার বিশ^াস, প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপদ সরকার,মাঠ সহায়তাকারি তনুজ কান্তি গোলদার। এ সময় প্রদীপনের মাঠকর্মী মুর্শিদা খাতুন,পূনিমা সরকার,রলি দাস রিয়া,হালিমা খাতুন, দিপা শুর,মেরি দাস,সালমা খাতুন,জেসমিন খাতুনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here