মণিরামপুরে বিএডিসির নতুন ভবন উদ্বোধন

0
304

স্টাফ রিপোর্টার : মণিরামপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বিএডিসির নতুন ভবনের যাত্রা শুরু হয়েছে।
আজ বুধবার  দুপুর একটার দিকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করেন।
বিএডিসির যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন।
প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি মণিরামপুরে বিএডিসির নতুন দোতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।
এরআগে বুধবার সকালে উপজেলার কাশিমনগর ও ভোজগাতী ইউনিয়নে দুটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here