যবিপ্রবির পরীক্ষায় ১৭ নমুনা পজেটিভ

0
294

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১৭টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এগুলো যশোর ও ঝিনাইদহ জেলার।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার রাতে তাদের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা মোট ৭২টি পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫টি নেগেটিভ ফল দেয়।
এদিন যশোর জেলার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি পজেটিভ ফল দেয়। আর ঝিনাইদহের ১২টি নমুনা পরীক্ষা করে চারটিতে করোনার জীবাণু পাওয়া যায়।
পরীক্ষার বিস্তারিত ফলাফল সকালেই সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ২৪৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে চার হাজার সাতজন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here