লোহাগড়া (পৌর) প্রতিনধি : নড়াইলের লোহাগড়ায় করোনায় দ্বিতীয়দফা আক্রোমন প্রতিরোধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে লক্ষীপাশা গ্রামস্থ ইনসাফ ঋণদান সমবায় সমিতি লিঃ এর আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুজ্জামান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের পরিদর্শক শাহাবুদ্দিন আহম্মেদ, সাবেক পৌর কাউন্সিলর মোঃ মোজাম খান, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান, সমাজসেবক মোঃ স্বপন, সেলিম জাহাঙ্গীর। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ফরিদা জামান, ম্যানেজার ছন্দা রাণী চ্যাটার্জী, স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নিজাম আলী, অফিস স্টাফ কামরুন নাহার আশা প্রমুখ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুজ্জামান শেখ জানান, ইনসাফ ঋণদান সমবায় সমিতি লিঃ করোনাকালে তিনশত পঞ্চাশ জন সদস্যকে খাদ্য সহায়তাসহ ছয়শত জন সদস্যকে ঋণ সুবিধা দিয়েছে। প্রতিষ্ঠারে পক্ষ থেকে সদস্যদের মধ্যে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। এখন সাতশত পঞ্চাশ জন সদস্যের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে। প্রতি শুক্রবার বিনা খরচে সদস্যদের ওষুধসহ স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করছে এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পরিচালক ফরিদা জামান বলেন, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা থেকে সেবামূলক কাজ করছে। সেবাদান কার্যক্রম চলমান।