সভাপতি মাসুদ চৌধুরী সম্পাদক চুন্নু বড়মিয়া চৌগাছা বিসিআইসি সার ডিলারদের নতুন কমিটি

0
283

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিলার সমিতির কমিটি গঠন হয়েছে। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্তি ঘোষনা করে সর্ব সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ঠ নতুন এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যবসায়ী মেহেদী মাসুদ চৌধুরী এবং সাধারণ সম্পদক নির্বাচিত হয়েছেন আ’লীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া। বুধবার সকালে বাজারস্থ্য সমিতির কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিআইসির সকল ডিলারদের উপস্থিতিতে কন্ঠ ভোটে নতুন কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি ব্যবসায়ী আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান মোল্লা, কোষাধ্যক্ষ রহমত উল্লাহ, নির্বাহী সদস্য ইউনুচ আলী, ফরিদুল ইসলাম ও সালমা বেগম। এ সময় সমিতির অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় কমিটির নব নির্বাচিত সভাপতি মেহেদী মাসুদ চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন অগ্রগতি ধরে রাখার পাশাপাশি সরকার প্রদত্ত সার, কীটনাশকসহ সকল প্রকার জিনিসপত্র যাতে কৃষকের হাতে পৌছে তার জন্য নতুন কমিটি নিরালস ভাবে কাজ করে যাবে। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে কমিটি সর্বদা কৃষকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চৌগাছার বহুল আলোচিত কৃষি কমৃকর্তা রইচউদ্দিনের স্ট্যান্ড রিলিজকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। ওই মহলটি চৌগাছা উপজেলা বিসিআইসি’র সার ডিলারদের নিয়ে মনগড়া তথ্য গনমাধ্যম কর্মীদের কাছে প্রেরণ করে সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদ আমাদেরসহ উপজেলাবাসিকে ব্যাথিত করেছে। মহলটি কারা তা খুঁজে বের করে অচিরেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here