যশোরের অভয়নগরে হৃদয় হত্যা মামলায় পিবিআইয়ের চার্শীট

0
363

স্টাফ রিপোর্টার : যশোর অভয়নগরের বুইকারা গ্রামের আবিদ হাসান হৃদয় হত্যা মামলায় চরজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক শেখ মোনায়েম হোসেন। অভিযুক্ত আসামিরা হলেন, অভয়নগরের গুয়াখোলার ইউসুফ ভুইয়ার ছেলে সাজু ভুইয়া, মিজানুর রহমানের ছেলে রাকিবুল হাসান রাব্বি, ইদ্রিস হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার ও বুইবারা ড্রাইভারপাড়ার শুকুল আলীর ছেলে কাজল ইসলাম মিলন। চার্জশিটে অভিযুক্ত সকল আসামি জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।

মামলার চার্জশিটে উঠে আসে , হৃদয়ের পিতা মারা গেছে। তার মা অবৈধ ভাবে ভারতে বসবাস করে। মিন্টু হাওলাদার হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়ে সে একা বাড়িতে বসবাস করতেন। এরমধ্যে হৃদয় মাদকাশক্ত ও বেপরোয়া জীবন যাপন করত। আসামিরা তার সহপাঠি। ওই বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যায় হৃদয়সহ আসামিরা নওয়াড়ার পুরাতন কাপড়ের মার্কেট থেকে এক গাইট কাপড় চুরি করে। কাপড় বিক্রির টাকা ভাগাভাগি করা নিয়ে তাদের মধ্যে গোলযোগ হয়। একপর্যায়ে আসামিরা হৃদয়ের গলার মাফলার দুইজন টেনে ধরে ফাঁস লাগিয়ে হত্যার পর নদীতে লাশ ফেলে দেয়। ২০১৮ সালের ৮ ডিসেম্বর দুপুর ভাঙ্গাগেট এলাকা থেকে লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত হৃদয়ের ফুপাতো বোন বুইকারা গ্রামের রুহুল আমিন পাটোয়ারির স্ত্রী ইবনুর সুলতানা বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআইন তদন্তের দায়িত্ব পায়। এ মামলার তনন্তকালে আটক আসামিদের দেয়া স্বীকারোক্তি ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই চার জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here