স্টাফ রিপোর্টার : যশোরের নোটারি পাবলিক ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড, অ্যাড আজীমুশ্মান মৃত্যুবরণ করেছেন (ইন্না… রাজেউন)। মঙ্গলবার দুপুর পৌনে দুটোয় যশোর বেলতলাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রাতে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয় । অ্যাড. আজীমুশ্মান দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ছিলেন।
বাদ এশা মরহুমের নামাজে জানাজা বেলতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সহসভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, অ্যাড, বোরহান উদ্দীন জাকিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাজায় অংশ নেন । অ্যাড আজীমুশ্মানের মৃত্যুর কারণে আজ বুধবার জর্জকোর্টে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।















