করোনা ঝুকি নিয়ে- বেনাপোল চেকপোষ্ট দিয়ে প্রতিদিন যাতায়াত করছে ৮শতাধিক পাসপোর্ট যাত্রী- সু রক্ষা প্রতিরোধে শুধু থার্মাল স্কানার-

0
256

 

স্টাফ রিপোর্টার : করোনার মধ্যেও আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী গমনাগমন সচল রয়েছে। করোনা সু রক্ষা মেনেই ভারতে যাচ্ছে রোগী ও ব্যাবসায়রা। প্রতিদিন ৮শতাধিক যাত্রী এ বন্দর দিয়ে যাতায়াত করছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি মহাসিন আলী।
দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল। আকাশ পথে যাত্রী যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হলেও বেনাপোল স্থলপথে করোনা সুরক্ষায় রয়েছে অনেকটা শিথিলতা। থার্মাল স্কানে তাপমাত্রা দেখেই যাত্রীদের গমনাগমনে সুযোগ দেওয়া হচ্ছে। তবে কাষ্টম ও বন্দর সংশ্লিষ্ট অনেকেই পরছেনা পিপিও-ম্যাক্স। ভারত বাংলাদেশের মধ্যে গমনাগমনকারী যাত্রীসেবাই কাজ করছেন তারা। ফলে বাড়ছে করোনা আক্রান্তের ঝুকি।
ভারতে করোনা আক্রান্তের ঝুকি বেশী। তারপরও চিকিৎসা ও ব্যাবসার কাজে সতর্ক থেকেই যাতায়াত করছেন বলে জানান যাত্রীরা।
সরকারি নির্দেশনা মেনেই চেকপোষ্টে যাত্রীসেবা ও করোনা সুরক্ষায় স্বাস্থ্য কর্মিরা কাজ করে যাচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম। তিনি বলেন সাবান ও ম্যাক্স ব্যাবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে । মানতে হবে সামাজি দুরত্ব। সু রক্ষায় বাড়াতে হবে গন সচেতনতা। উপজেলায় আইসোলেশন ও আলা’দা কেয়ার ইফনিট রাখা হয়েছে বলে জানান তিনি।
করোনা সু রক্ষায় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here