বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

0
271

স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের স্বর্ণপট্রি এলাকায় এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী।
উদ্বোধনশেষে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে ভিক্টোরিয়া পারভিন সাথী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘নৌকা প্রতীক পেয়েছি আপনাদের কারণে। আপনারা সাথে ছিলেন বলেই। কাজল (তার প্রয়াত স্বামী) মরে গিয়েও আপনাদের মাঝে অমর হয়ে আছেন। কারণ কাজলকে আপনারা অন্তরে রেখেছেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতিয়ার রহমান সরদার। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আবু তাহের আবুল সরদার ও আবু সাঈদ সরদার, প্রভাষক নজরুল ইসলাম, আরিফুল ইসলাম তিব্বত, শেখ ইউনুস আলী, রুস্তম আলী, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই প্রমুখ।
আগামী ১০ ডিসেম্বর এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here