স্টাফ রিপোর্টার : যশোরে মাদক মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দ্ইু মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পলাতক আসামি হাবিব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলম্বর গ্রামের মৃত বাসার মিয়ার ছেলে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আয়শা নাসরীন এ আদেশ দেন।
এরআগে ২০০৩ সালের ১০ জুন দুপুর সাড়ে তিনটায় হাবিবকে যশোরের পালবাড়ী মোড় এলাকা থেকে পুলিশ আটক পরে। এসময় তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে দুইটি পলেথিনে থাকা
পাঁচ লিটার তরল ফেনসিডিল, আলদা ব্যাগে ৪৮ টি বোতল ও ৪০ টি লেবেল উদ্ধার করে। এঘটনায় কোতোয়ালি থানার এ এসআই রেজাউল হক বাদী হয়ে মামলা করেন। এ মামলায় বৃহস্পতিবার রায় ঘোষনা করে আদালত।#