সাধুহাটি ইউনিয়নের এক কৃষকের ১৫০টি আম গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

0
342

 ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা মাটিকুমড়া গ্রামের  আম চাষি নূর আলীর ১৫০টি আম গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল  বৃহস্পতিবার সকালে বাগানে দিয়ে দেখে আম গাছ গুলো কে বা কারা কেটে দিয়ে গেছে। নূর আলী জানান  কেউ হিংসা করে  এই আমের বাগান  কেটে দিয়েছে। তবে তিনি প্রশাসনের কাছে এর বিচার আশা করছেন। এদিকে সাধুহাটি উপসহকারি কৃষি অফিসার মিলন ঘোষ বিষয়টি যানার পর খোজ খবর নিয়েছেন। অন্যদিকে সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন দুষি ব্যাক্তিদের শাস্তির দাবি করেছেন এবং নিন্দা জানিয়েছেন। গ্রামের  কৃষক  সায়েম আলী এই অপরাধের বিচার দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here