হরিদাসকাটি (মনিরামপুর) সংবাদদাতা : যশোরের মনিরামপুর উপজেলার ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আ:রাজ্জাকের বিরুদ্ধে সরকারি ঘর,বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন এক ভূক্তভূগি। অভিযোগ সূত্রে জানা যায়, ৭নং ইউপি সদস্য আ:রাজ্জাক‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় ঘর পাইয়ে দেয়ার কথা বলে ঢাকুরিয়া গ্রামের বেশ কয়েক জনের কাছ থেকে ১০/১৪ হাজার করে টাকা নিয়েছেন।এ টাকা হাতিয়ে নিয়েছে প্রায় দুই বছর আগে। মেম্বার তাদের ঘর ,বিধবা ,বয়স্ক ভাতার কার্ড ও টাকা কিছুই দেয়নি। ঢাকুরিয়া গ্রামের শ্রম বিক্রি করা এক মহিলা চায়না বেগম অভিযোগ করে বলেন, সরকারি ঘর দেয়ার কথা বলে আ:রাজ্জাক মেম্বর আমার কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়েছে। ঘরও দেয় নাই, টাকাও ফেরত দেয় নাই। মেম্বার টাকা চাইলে দিবেন কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহিলা বলেন, আ:রাজ্জাক মেম্বর বলেছে ঘর পেতে অফিসে কিছু খরচ দিতে হয়, এ কথা বলার পরে ঘর পাওয়ার আনন্দে সুধে টাকা নিয়ে ও ছাগল বিক্রি করে মেম্বরকে টাকা দিয়েছি। সাংবাদিক যখন মাঠে তথ্য সংগ্রহ করার জন্য নামেন তখন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকুরিয়া গোলদার পাড়ার ভ্যান চালক আ: রাজ্জাকের নিকট থেকে ১০ হাজার টাকা নেন একই কথা বলে। একই যায়গা হতে কোহিনুর বেগমের নিকট থেকে ১০ হাজার টাকা নেন। হাসানের শাশুড়ীর কাছ থেকে ৩ হাজার টাকা নেন।সাংবাদিক তথ্য সংগ্রহ করার সময় তড়িঘড়ি করে কয়েক জনের টাকা ফেরৎ দিয়ে বলেছেন সাংবাদিকদের না বলতে ।ঢাকুরিয়া গোলদার পাড়ার ভ্যান চালক আ: রাজ্জাকের ১০ হাজার টাকার পরিবর্তে ২ বছর পর এক গাড়ী ইট এনে দেন,এই ইটের টাকা ১৫ হাজার দাম হয় ,তাই নিজের ১০ হাজার টাকা বাদ দিয়ে বাকি ৫ হাজার টাকা কোহিনুরকে ফেরৎ দেন।চায়না আরো বলেন টাকা চাইলে সে নানান টালবাহানা করে। ঢাকুরিয়া দাসপাড়ার অনেক গরিব .ভিক্ষুক,এছাড়াও মেম্বর অনেক অসহায় লোকের কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। এ বিষয়ে মেম্বার আ:রাজ্জাকের নিকট জানতে চাইলে, তিনি জানান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি কারও কাছ থেকে টাকা নেই নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ঢাকুরিয়া ইউনিয়ন চেয়াম্যান এরশাদ আলীর কাছে জানতে চাইলে তিনি জানান আমার জানা নেই যদি কোন ব্যাক্তি টাকা নেয় তাহলে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত ।
অভয়নগরে শত মানুষের স্বেচ্ছাশ্রমে মজুতখালীর বাঁধ সংস্কার
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে শত মানুষের স্বেচ্ছাশ্রমে মজুতখালী নদীর ধসে যাওয়া বেড়িবাঁধ সংস্কার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত...
বন্ধুদের সাথে গোসলে নেমে ফেরা হলো না শিশু জিহাদের হাজারও মানুষ ব্যার্থ
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ শিশু জেহাদ বন্ধুদের সাথে ব্রিজ থেকে লাফিয়ে গোসল করতে নেমে আর ফেরা হলো না। স্থানীয় হাজারো মানুষের ও ফায়ার সার্ভিসের...
জনগণ যেদিন তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে, সেদিনই...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার স্বাধীনতা হরণ করেছিল। বিএনপি দেশের গণতন্ত্রকে...
শৈলকুপায় বিষধর সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় অপু নামের এক এইচএসসি পরীক্ষার্থী বিষধর সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে...
সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খনাখন্দে ভরা যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া অংশে চরম জনদুর্ভোগ!
✍️রাসেল মাহমুদ : যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া অংশ বর্তমানে পরিণত হয়েছে ভয়াবহ মৃত্যু ফাঁদে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের। ফলে চরম ভোগান্তির শিকার...