সাংবাদিক নজরুলের মৃত্যুতে তালা প্রেসকাবের শোক সভা ও দোয়া মাহফিল

0
244

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ তালা প্রেসকাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তালা প্রেস কাবের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে তালা প্রেসকাবের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারন করেন প্রেসকাব নেতৃবৃন্ধ। তালা প্রেসকাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ ইনামুল ইসলাম, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের সরদার জাকির হোসেন, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেসকাবের উপদেষ্টা এমএ হাকিমসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় মরহুমের সন্তান নাহিদ ও পরিবারের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা প্রেসকাবের সাংবাদিক নূর ইসলাম। শোক সভা শেষে দোয়া ও মোনাজাত অন্তে সাংবাদিক নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করা হয়। উল্লেখ্য সাংবাদিক নজরুল ইসলাম হার্ট ও লিভার জনিত কারনে বুধবার (১১নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here