যশোরে ২২ করোনা রিপোর্ট পজিটিভ

0
292

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ২৪টি নমুনা করোনা পজেটিভ ফল দিয়েছে।
শুক্রবার রাতে পরীক্ষা করে শনিবার সকালে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা মোট ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৬টি নেগেটিভ ফল দেয়।
এদিন যশোর জেলার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২টি পজেটিভ ফল দেয়। এছাড়া মাগুরার ১৯টি এবং নড়াইলের নয়টি নমুনা পরীক্ষা করে একটি করে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়।
পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত যশোর জেলায় চার হাজার ২৯৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চার হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here