স্টাফ রিপোর্টার : যশোরের বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি খালেদুর রহমান টিটো গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার তিনি যশোর শহরের ষষ্টিতলাপাড়ার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে প্রাথমিক ব্যবস্থাপত্র প্রদান করা হয়। একই সাথে উন্নত চিকিৎসার জন্য খালেদুর রহমান টিটোকে ঢাকায় রেফার করেন। পরে হেলিকপ্টারযোগে টিটোকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে টিটোর চিকিৎসা চলছে।
এদিকে খালেদুর রহমান টিটোর আশু সুস্থতা কামনা করেছেন তার বন্ধুমহলসহ যশোরের সাধারণ মানুষ।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১০ম জাতীয় সংসদে যশোর -৩ সদর আসনে সরকার দলীয় এমপি ছিলেন।