স্টাফ রিপোর্টার : যশোরের ভেক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মণিরামপুরের নেহাপুর ও রোহিতা বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান শ্যাম্পল ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়।
সোমবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মণিরামপুরের নেহালপুর বাজারে অভিযান চালায়। এ সময় বাজারে মেসার্স বিসমিল্লাহ ফার্মেসিতে তল্লাশি করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান শ্যাম্পল ও অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর রোহিতা বাজারে লাকি স্টোরে তল্লাশি করে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্যে ও মুল্য তালিকা প্রদর্শন না করায় তিনহাজার টাকা ও মূল্য তালিক প্রদর্শন না করায় ফারুক স্টোরকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।