স্ত্রী নয়, নায়ক ফারুকের মেয়ে করোনায় আক্রান্ত

0
599

বিনোদন ডেস্ক : সংসদ সদস্য ও বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান করোনায় আক্রান্ত হয়েছেন সপ্তাহ খানেক আগেই। এখন তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এবার জানা গেলো ফারুকের পর তার মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসীও করোনায় আক্রান্ত। আজ বিকেল ৩ টায় শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ফোন করলে এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেন ফারুক নিজেই। তখন এই অভিনেতা বলেন, আমার অবস্থা আগের থেকে ভালো। তবে মেয়েটা করোনায় আক্রান্ত হয়েছে। ও এখন বাসাতেই আইসোলোশনে আছে। ফারুক আরও জানান, সেবা যত্ন করতে গিয়ে তার সংস্পর্শে মেয়ের করোনা ছড়াতে পারে।

এদিকে, ফারুকের স্ত্রী করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন ফারুক ও তার মেয়ে যেহেতু করোনায় আক্রান্ত স্ত্রী ফারহানা পাঠানও করোনায় আক্রান্ত হতে পারেন। কিন্তু ফারুকের স্ত্রী পুরোপুরি সুস্থ। সাত বার তার করোনা টেস্ট হয়। সাত বারই ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তিনি ফারুকের সঙ্গেই আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here