স্টাফ রিপোর্টার : যশোরে যৌতুক নিরোধ আইনে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক জসিম উদ্দিনের নামে আদালতে মামলা হয়েছে। সোমবার বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের আবু দাউদের মেয়ে তানজিলা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি জসিম উদ্দিন নড়াইল সদরের চাঁচড়া গ্রামের ইয়ার আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট আসামি জসিম উদ্দিন ইন্দ্রা গ্রামের তানজিলা খাতুনকে বিয়ে করেন। কয়েক মাস সংসার করার সময় আসামি জসিম উদ্দিন দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারপিট করত। গত ৯ নভেম্বর যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় আসামি জাসিম উদ্দিন তার স্ত্রীকে শ্বশুর বাড়ি তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসার জন্য জসিম উদ্দিনকে শ্বশুর বাড়িতে আসতে বলা হয়। ১৬ নভেম্বর জসিম উদ্দিন এসে যৌতুকের টাকা না পেলে স্ত্রীকে নিবেননা বলে জানিয়ে চলে যান। মীমাংসায় ব্যর্থ হয়ে তানজিলা খাতুন সোমবার আদালতে এ মামলা করেছেন।














