পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় লস্কর ইউপি সদস্য হারু জমাদ্দারের মটর সাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার দুপুরে শিববাটি ব্রীজের অপর প্রান্তে মেয়র সেলিম জাহাঙ্গীরের বাগান বাড়ীস্থ পাইকগাছা-কয়রা সড়কের পাশ থেকে এ চুরির ঘটনা ঘটেছে। ইউপি সদস্য হারুন জমাদ্দার জানান, তার ব্যবহৃত ডিসকভার হ-১২-২৯২৬ চট্টগ্রাম ১২৫ সিসি’র গাড়ীটি মেয়রের বাগান বাড়ীস্থ প্রধান সড়কের পাশে রেখে কাছেই চলমান কর্মসৃজন প্রকল্পের কাজ দেখভাল করছিলাম। এরই ফাঁকে চোররা লকতালা ভেঙ্গে গাড়ীটি চুরি নিয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওসি এজাজ শফী জানান, এ ধরণের চুরিরোধে পুলিশ তৎপর রয়েছে এবং রোববার রাতে একজনকে আটক করা হয়।