স্টাফ রিপোর্টার : র্যাব পৃথক অভিযান চালিয়ে সীমানা পিলার, গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুরের শাহজাহান মোল্যার ছেলে তৌহিদুর রহমান, বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের আপিল উদ্দিন মোল্যার ছেলে রফিকুল ইসলাম।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাত ৯টার দিকে র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা বাঘারপাড়া উপজেলার জামদিয়ার সাইফুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তার উপর থেকে তৌহিদুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ধাতব খন্ড (কথিত পিলার সদৃশ), একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
অপরদিকে র্যাব সদস্যরা মঙ্গলবার দুপুরে উপশহরের এ ব্লকের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।