এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
ইউনিসেফের ত্রাণ সরবরাহকারী কর্মকর্তা মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। ঘটনাটি ঘটে সোমবার রাত্র ৮ টার দিকে পাটকেলঘাটা শাকদহা ব্রিজের পশ্চিম পার্শ্বে।
জানাগেছে খুলনা নিরালা আবাসিক এলাকার শেখ ইসহাক আলীর পুত্র ইউনিসেফ কর্মকর্তা শাহিনুর রহমান (৪৫) তিনি সাতক্ষীরা থেকে পেশাগত কাজ শেষে খুলনার উদ্দেশ্যে রওনা দেন মটর সাইকেল যোগে। মোজাহার এন্টার প্রাইজ প্রাইভেট লিমিটেড সড়ক সংস্কারের অবহেলার কারণে রাস্তার পিচ, খোয়া, ঢালাই ৩ মাস যেতে না যেতেই পিচ উঁচু হয়ে যায় প্রায় স্থানে এক থেকে দেড় ফুট। শাহিনুর রহমান মটর সাইকেল যোগে আসার পথে পাটকেলঘাটা শাকদহ ব্রিজের পশ্চিম পার্শ্বে উক্ত উঁচুর উপর মটর সাইকেল ওঠার মুহুর্তে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। ঐ সময় পথচারীরা পাটকেলঘাটা স্বাগতা কিনিকে ভর্তি করে। অবসর প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ মধুসূধন মন্ডলের তত্ত্বাবধানে এই কর্মকর্তা সুস্থ হয়।














