স্টাফ রিপোর্টার : ব্যবসা সংক্রান্ত বিষয় পূর্ব শত্রুতার জের ধরে আবু বক্কার (২৭) নামে যুবককে হাইকোর্ট মোড় থেকে গতিরোধ করে একটি বাড়িতে নিয়ে আম গাছের সাথে দঁড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করার খবর পেয়ে পুলিশ দু’জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা এলাকার মৃত এসএম মান্নানের ছেলে শেখ মোহাম্মদ ইমামুল হাসান ওরফে রোকন ও একই এলাকার শফিউদ্দিনের ছেলে মোঃ আব্দুল্লাহ। এ ঘটনায় আহত যুবকের মাতা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছে।
যশোরের কেশবপুর উপজেলার কাস্তা বারৈহাটি গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়া সালাম এর বাড়ির ভাড়াটিয়া জলিল উদ্দিনের স্ত্রী মোছাঃ আঞ্জুরা খাতুন বাদি হয়ে গ্রেফতারকৃত দু’জন ছাড়াও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করেছে।
আঞ্জুরা খাতুন মামলায় বলেছেন, ইতিপূর্বে তার ছেলে আবু বক্কার ও শেখ মোহাম্মদ ইমামুল হাসান ওরফে রোকন যৌথভাবে শেখহাটি হাইকোর্ট মোড়ে ভাঙ্গাড়ী ব্যবসা করতো। দু’ জনের মধ্যে ব্যবসায়ীক সমন্বয় না থাকায় ২ মাস পূর্বে যৌথ ব্যবসা বাদ দিয়ে আবু বক্কার তরফ নওয়াপাড়া মোড়ে ভাংড়ী ব্যবসা করছে। যার কারনে আবু বক্কারের প্রতি ক্ষিপ্ত হয়ে আবু বক্কারকে শেখ মোহাম্মদ ইমামুল হাসান ওরফে রোকনের দোকান থেকে ডিজিটাল ওজন মাপার মেশিন চুরি করার অপবাদ দেয়। গত ২২ নভেম্বর রাত সোয়া ১১ টায় আবু বক্কার তার ব্যবসায়ীক কাজকর্ম শেরে বাসায় ফিরছিল। শেখহাটি হাইকোর্ট মোড়ে পৌছানো মাত্রই পূর্ব শত্রুতার কারনে উক্ত দু’জনসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা আবু বক্কারকে গতিরোধ করে আটক করে। পরে শেখহাটি বাবলাতলা রোকনের বাড়িতে নিয়ে আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ীভাবে শরীরে বিভিন্ন স্থানে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে জখম করে। রোকনের বাড়ির পাশের্^র লোকজন অথবা অজ্ঞাতনামা কোন ব্যক্তি জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে ফোন করে। উক্ত ফোনের পর উপশহর পুলিশ ক্যাম্পের রাতের টহলদল উক্ত রোকনের বাড়িতে অভিযান চালিয়ে তার আম গাছে বাধা অবস্থায় আবু বক্কারকে জখম অবস্থায় উদ্ধার করে। এ সময় রোকন ও তার সহযোগী আব্দুল্লাহকে গ্রেফতার করে। পুলিশ আবু বক্কারের বড়িতে খবর দিলে আবু বক্কারের মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলেকে স্থানীয় লোকজনের মাধ্যমে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আসামীদের বিরুদ্ধে মামলা করে। পুলিশ আসামী দু’জনকে আদালতে সোপর্দ করে।














