লাভ – জিহাদ বিষয়ে আইনের বিরুদ্ধে মুখ খুললেন সাংসদ নুসরাত জাহান

0
602

যশোর ডেস্ক : বিজেপি শাসিত একাধিক রাজ্যে লাভ – জিহাদ সংক্রান্ত বিষয়ে যে ভাবে আইন আনা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তিনি স্পষ্ট বলেছেন, লাভ এবং জিহাদ কথাটি পাশাপাশি যায়না। ভালোবাসা এমনই একটা অনুভূতি যা দেশ, কাল, ধর্মের অনুশাসন মানে না। ভালোবেসে কেউ যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করতে চায় তাহলে সেই সম্পর্ককে সম্মান জানোনা উচিত। উল্লেখযোগ্য, তিরিশ বছর বয়স্ক বসিরহাটের সাংসদ নুসরাত নিজে বিয়ে করেছেন হিন্দু ধর্মালম্বী নিখিল জৈনকে। নুসরাত বলেন, ভালোবাসা এবং ধর্মকে আলাদা আলোয় দেখা উচিত। একটার জন্যে অন্যটাকে কেউ বিসর্জন দিতে চায়না। বিজেপি বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে।  রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে যা মানবিকতার বিরুদ্ধে। নুসরাতের এই বক্তব্য নিয়ে বিজেপি এখনও তাদের প্রতিক্রিয়া জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here