দীর্ঘ ৮ মাস ধরে নিখোঁজ ঝিকরগাছার তরিকুল ইসলাম ফিরে আসার অপেক্ষা করছে মা বাবা স্ত্রী সন্তানেরা

0
268
জসিম উদ্দিন : ডাক্তার দেখানো কথা বলে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ ৮ মাস ধরে নিখোঁজ রয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের তরিকুল ইসলাম (৩৪) নামের এক যুবক।
নিকট আত্মীয় স্বজন সহ সম্ভব্য সকল স্থানে অনেক খুঁজা-খুঁজি করে কোন সন্ধান না পেয়ে চোখের জলে মুর্ছা যাচ্ছেন তরিকুলের মা বাবা ও তার স্ত্রী সন্তানেরা।
একমাত্র সন্তানকে ফিরে পেতে সমাজের সকল শ্রেণির মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন অসহায় মা বাবা।
তথ্য অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের গত ০১/০৪/২০২০ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার সময় সাতক্ষীরায় কোন এক ডাক্তারের কাছে ঔষধ আনার কথা বলে রওনা দেয় তরিকুল।
ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আর বাড়িতে ফিরে আসেনি সে। পারিবারিক কোন কলহ ছিলোনা, ছিলোনা তার কোন শারীরিক বা মানষিক রোগ।
তবু কেনো কি কারনে কোথায় উধাও হয়ে গেলো তরিকুল এমন প্রশ্ন কুঁড়ে কুঁড়ে খায় অসহায় গর্ভধারিনী মা বাবা ও স্ত্রীর মনে।
সন্তান হারিয়ে যাওয়ার ৮ মাস অতিবাহিত হলেও এখনও পথ চেয়ে আছে তরিকুলের মা বাবার নির্বাক চোখ।
সন্তানের ছবি বুকে নিয়ে পলকহীন চোখে তাকিয়ে থাকে দুরে-বহুদুরে। সন্তান হারানো গভীর কষ্টের নিঃশ্বাস মুখ দিয়ে বের হলেও দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে লোনা জলের চাপা কান্না।
নিখোঁজ তরিকুলের পিতা আইয়ুব হোসেন বলেন, আমার একমাত্র সন্তানটি নিখোঁজ হওয়ার পর আমরা খুব অসহায়ের মধ্যে আছি। তার দুটো কন্যা সন্তান আজ এতিম। সন্তানদেরকে বুকে জড়িয়ে আজও স্বামী আসার অপেক্ষা করে এক স্ত্রী। সন্তানকে ফিরে পেতে সম্মানি পুরস্কার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিওরদাহ ৮ নং নির্বাসখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তরিকুল নিখোঁজ রয়েছে। যে বিষয়ে শার্শা থানায় একটি জিডিও করা হয়েছে। দোয়া করছি যদি সে জীবিত থাকে আল্লাহ যেন তাকে পরিবারের মাঝে ফিরিয়ে দেন।
কোন একদিন ঘরের ছেলে ঘরে ফিরবে সে দীর্ঘ প্রতিক্ষার পর চাপা কান্না আর নিরব কষ্টের অবসান ঘটবে এমনটাই মনে করেন তরিকুলের মা বাবা স্ত্রী সন্তানেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here