নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গত এক মাসে সীমান্ত পারাপারের সময় শিশু ও নারী সহ ৪৫জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গত একমাসে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৮জন শিশু ২২জন নারী ও ১৫জন পুরুষ মোট ৪৫ জন আটক হয়। আটককৃতরা জানায়, তাদের বাড়ি যশোর, ফরিদপুর, মাগুরা, বাগেরহাট, খুলনা, ভোলা, সাতক্ষীরা, নড়াইল, ময়নসিংহ, কুমিল্লা, খাগড়াছড়ি ,গোপালগঞ্জ, পিরোজপুর, নাটোর, নোয়াখালী, গোপালগঞ্জ জেলায়। ভারত থেকে যারা আসছে তারা দিল্লি, বাঙ্গালোর, হায়দারাবাদ, পুনে ও কলকাতায় বিভিন্ন কাজের সাথে জড়িত আছে বলে জানিয়েছে।
৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, সীমান্তে পারাপার ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে ও মানবপাচার আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।














