গাইদঘাটে নারিকেল গাছের ফলন বৃদ্ধিকল্পে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মতিয়ার রহমান

0
267

শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ বাঘারপাড়ার গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রে সোমবার নারিকেল গাছের ফলন বৃদ্ধিকল্পে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রের উপদেষ্টা নজরুল ইসলাম খানের সভাপত্বিতে যশোর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মতিয়ার রহমান প্রধান অতিথি হিসাবে মুল্যবান বক্তব্য রাখেন। তিনি নারিকেল গাছের ফলন বৃদ্ধির প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পরামর্শের সাথে সাথে নিরাপদ খাদ্য আন্দোলনের অংশ হিসাবে বিভিন্ন সব্জি রান্নার পুর্বে লবন পানির দ্রবনে ১৫ মিনিট ভিজায়ে রেখে রান্না করলে ৭০ থেকে ৮০% বিষমুক্ত সব্জিতে পরিনত হয় বলে তিনি জানান। উপস্থিত কৃষক কৃষানীদের উদ্দেশ্যে তিনি এভাবে খাবার তৈরী করে খ্ওায়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যশোর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সায়েদ আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইসাকুল ইসলাম(ইছাক), কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি লক্ষ্মণ চন্দ্র মন্ডল,সাধারন সম্পাদক গোপীকান্ত সরকার,যুগ্ম সাধারন সম্পাদক মশিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক ২ রেজাউল ইসলাম রানা,প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে গাইদঘাট কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি অঃ সামাদ মন্ডল, সাধারন সম্পাদক হিরা খান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,মাস্টার আকবর আলীসহ প্রায় অর্ধশতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here