দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে চাঞ্চল্যকর নাসরুল হাওলাদার (৪৫) হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামী নিহতের বড় ছেলে ইমরানকে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকার শাহাজাহানপুর থেকে গ্রেফতার করার পর দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় সে জবানবন্দি দিয়ে পিতা হত্যার দায় স্বীকার করেছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মোঃজসীম সহ পুলিশ টিম ইমরান রাত আনুমানিক ৮ঘটিকার সময় ঘটনাস্থলে নিয়ে যায়। হত্যায় ব্যবহার করা দা,রক্তমাখা লুঙ্গি বসত ঘরের পাটাতন থেকে উদ্ধার করা হয়। প্রধান আসামি ইমরান পিতাকে হত্যাকরার কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে জমি বিক্রির টাকা না পেয়ে ইমরান রাতে পিতা নাসরুলকে (৪৫) ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে। নিহতের ছোট ছেলে ইলিয়াস গত ১৯ নভেম্বর পিতাকে হত্যার ঘটনায় তার বড় ভাই ইমরান ও মা রিনা বেগমকে আসামী করে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।