ঝিনাইদহে আইনজীবী নির্বাচন সপন্ন/ সভাপতিসহ আ’লীগ ১৩ সম্পাদকসহ বিএনপি ৬ পদেজয়ী

0
220

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ ॥ উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতিসহ আওয়ামীলীগ সমর্থিত প্যানেল ১৩টি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্যানেল ৬টি পদে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে এ্যাড. খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. জাকারিয়া মিলন নির্বাচিত হন। সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক পদে আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আব্দুল আলিম-৩, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য পদে মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ,ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন নির্বাচিত হন। নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়ে রাত ১ টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ২৭৩ জন ভোটারের মধ্যে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here