দশমিনায় কৃষক ফেডারেশনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

0
283

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনায় উপজেলায় বাংলাদেশ কৃষক ফেডারেশন এবং ন্যাশনাল চর এলায়েন্স’র যৌথ আয়োজনে পরিষদের মিলনায়তনে এক দিনের কর্মশালা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলার আওতাধীন চরাঞ্চলের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিষানী সভা কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ শামসুন্নাহার খান ডলির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল কাইয়ুম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন, বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ। কর্মশালায় চরবাসীর জীবনমান উন্নয়ন এবং সমস্যা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উন্নয়ন সমন্বয়ের সিনিয়র রিচার্জ এসোসিয়েট মোঃ মাহবুব হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here