শালিখায় মাদ্রাসা শিককে জরিমানা

0
286

শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরার শালিখা উপজেলার ভুলবাড়ীয়া বিলের ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবু জাফর নামে এক মাদ্রাসা শিককে ১ ল টাকা জরিমানা ও তিনটি ড্রেজার মেশিন এবং ৩০০ ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নাঘোসা গ্রামের আবু জাফরকে নগদ ১ ল টাকা জরিমানা করা হয়। আবু জাফর উপজেলার কোটভাগ দাখিল মাদ্রাসার সহকারি শিক বলে জানা গেছে। এ সময় ৩ টি অবৈধ ড্রেজার মেশিন ও ৩০০ ফুট পাইপ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় আবু জাফর নামে এক ব্যক্তিকে এক ল টাকা অর্থদণ্ড , তিনটি অবৈধ ড্রেজার মেশিন ও ৩০০ ফুট পাইপ জব্দ করে তার মুচলেকা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here