ঝিনাইদহে কমিউনিটি কিনিক পরিচালনায় প্রশিণ সমাপ্ত

0
341

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে কমিউনিটি কিনিক পরিচালনায় স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ২ দিন ব্যাপী প্রশিণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিণের সমাপনী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্যসেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শাহিনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান, সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আশিকা আশরাফি আইভি। আয়োজকরা জানান, জাইকার অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে ২ দিন ব্যাপী এই কর্মশালায় সদর উপজেলার পোড়াহাটি, পাগলা কানাই ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here