বাঘারপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচন ।। ফের নৌকা প্রতিকের ১৯  কর্মীর নামে মামলা

0
376

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতিকের ভিক্টোরিয়া পারভীন সাথীর পক্ষের ১৯ জন কর্মী-সমর্থকের নামে মামলা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী’র সমার্থক আলাদিপুর গ্রামের ইউপি সদস্য জাহিদ সরদার বাদি হয়ে বাঘারপাড়া থানায় এ মামলা করেন। এরই মধ্যে মামলার তিন আসামী হিরক, নয়ন ও টুটুলকে আটক করেছে পুলিশ। এছাড়া আনারস প্রতিকের সমার্থকদের হামলায় হাসপাতালে ভর্তি নৌকার সমার্থক রাজুকে মামলার আসামি করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের বারভাগ গ্রামের সুলতান শেখের ছেলে হিরক, একই গ্রামের মৃত মোনসের শেখের ছেলে জাহিদ ও অলিয়ার রহমান, অলিয়ার রহমানের ছেলে সোহান, আব্দুর রহিমের ছেলে নয়ন, সুলতান শেখের ছেলে সাহাবুদ্দিন, রহমানের ছেলে রাজু, ওসমান ফকিরের ছেলে ইমরান, ইমরানের ছেলে সুমন, আজিজ গাজীর ছেলে মাহাবুর গাজী, মাহাবুর গাজীর ছেলে মামুন, বারেক মিস্ত্রির ছেলে জাকের ও জাকেরের ছেলে রায়হান, নিত্যানন্দপুর গ্রামের ফিদিল্লাহ মোল্যার ছেলে ফজলুর রহমান, একই গ্রামের উজ্জল হোসেনের ছেলে সাগর, খয়বার মাস্টারের ছেলে বিপুল হোসেন ও টুটুল, আলাদিপুর গ্রামের মৃত মাহাতাব খাঁর ছেলে আকতার ও জয়রামপুর গ্রামের মান্নান সরদারের ছেলে ইকরামুলসহ অজ্ঞাতনামা ৩০/৪০জন।

বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার জানান, রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বারভাগ গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজু আহম্মেদ নৌকার পক্ষে মিছিল শেষে আলাদিপুর বাজারে ঔষুধ কিনছিলেন। এ সময় আনারস প্রতিকের সমর্থক মাহিম ও বাপ্পাসহ ৫/৬জন অতর্কিতভাবে তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত রাজু আহম্মেদকে ও আসামী করা হয়েছে।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগ নেতাকর্মীরা স্থানীয় আলাদীপুর বাজারে প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শদিুল্যাহ খন্দকার , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, দোকাকুলা ইউপি সদস্য আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (টুটুল), বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার , উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা জুলফিক্কার আলী জুলাই, আরিফুল ইসলাম তিব্বত, কামাল হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, ছাত্রলীগ উপজেলা সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ। প্রঙ্গত এর আগেও গত ১৯ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী বাদী হয়ে বাঘারপাড়া থানায় নৌকা প্রতিকের ২৫ জন নেতা-কর্মীর নামে মামলা করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here