৯ কেজি রুপাসহ দুইজন কে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ

0
356

ঝিনািইদহ প্রতিনিধি : ঝিনাইদহে নয় কেজি ১০০ গ্রাম রুপাসহ শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শাহাজাহান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মো. সুন্নত অলীর এবং সাইফুল ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ ডিবির ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ হয়ে বাসযোগে রুপা পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহভাজন শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে নয় কেজি ১০০ গ্রাম রুপা পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here