পাইকগাছা প্রতিনিধি ॥
যুগাবতার ভগবান শ্রী কৃষ্ণের সর্বোত্তম লীলা রাস মেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাইকগাছার বিভিন্ন স্থানে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপল্েয সোমবার সকাল থেকে পূজা আর্চনা, গীতা পাঠ, স্নান উৎসব, প্রসাদ বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ী), পৌরসভা কেন্দ্রীয় মন্দির (বাতিখালী হরিতলা), বাজার পূজা মন্দির, শিববাটী পূজা মন্দির, শিববাটী পুর্ব পাড়া ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দির, কাঠামারী, লতা, দেলুটি, লস্কর, সোলাদানা, গড়ইখালী সহ বিভিন্ন জায়গায় রাস মেলা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পৌরসভাস্থ ৬টি মন্দিরের উদ্যোগে শিববাটী রাস মন্দির অঙ্গনে কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উৎসবের উদ্ভোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সমীরণ সাধু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল. পূজা উদযাপন পরিষদের জেলা নেতা রমেন্দ্রনাথ সরকার, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কাউন্সিলর আসমা আহম্মেদ, কবিতা দাশ ও এস এম তৈয়বুর রহমান। রাস মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও যুবলীগ নেতা জগদীশ রায়ের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, পাইকগাছা প্রেসকাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, ইলিয়াস হোসেন, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, সুজন বৈদ্য, কমল মন্ডল, বিষ্টু মন্ডল, অজিত মন্ডল, প্রমথ সানা, সুজন সানা, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, অমর মন্ডল, মুকুন্দ বিহারী মন্ডল, বিজন সানা, বিভূতি সানা, মৃনাল সানা, নৃপেন্দ্রনাথ মন্ডল, উদয় মন্ডল, বিরাজ মন্ডল, দিপক সরদার, রঞ্জন মন্ডল, আনারুল ইসলাম আনার, সাহিদা খাতুন, বাসন্তি মন্ডল, অর্চনা মন্ডল, প্রশান্ত মন্ডল, সুভাষ মন্ডল, বিকাশ সানা, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সৌরভ। এছাড়া লস্কর পূর্বপাড়ায় যুবকদের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাস উৎসব পালিত হয়েছে।















