যশোরে র‌্যাবের হাতে হেরোইনসহ ৭ জন আটক

0
410

স্টাফ রিপোর্টার : যশোরে এক কেজি ২০০ গ্রাম হেরোইন ও একটি মাইক্রোবাসসহ সাতজনকে আটক করেছে র‌্যাব।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার পুলেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। এদিন রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পে এক ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানান।
আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের নওশাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আলাউদিদ্দন আহম্মেদের ছেলে ওয়াসিম উদ্দিন আহম্মেদ, মোহনপুর উপজেলার বড়ইপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আহাদ আলী, পাবনার আমিনপুর উপজেলার চকরিয়া গ্রামের জোচন মৃধার ছেলে হান্নান মৃধা, যশোর শহরের আশ্রম রোডের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে ফারুক হোসেন, পুরাতন কসবা এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তাহেরুজ্জামান ও মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আবুল হোসেনের ছেলে ফজর আলী।
লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রোববার বিকেল সাড়ে চারটার দিকে পুলেরহাট এলাকায় অবস্থান নেন। এসময় বেনাপোল থেকে আসা একটি কালো রঙের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ওই সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here