মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় মধ্যবয়সী নারী আনসার-ভিডিপি’র সদস্য রেহেনা বেগম (৪৭) কে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তিনি কাটাখাল বড়বাড়ী গ্রামের মৃত হযরত মোড়লের ছেলে মোঃ তুহিন হোসেন (৩৪) কে বিবাদী করে মঙ্গলবার বিকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জের নিকট পৃথক ভাবে দু’টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদি রেহেনা বেগম উপজেলা আনসার ভিডিপি’র সদস্য ও কাটাখাল বড়বাড়ী গ্রামের মোঃ রবিউল ইসলামের স্ত্রী। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানাগেছে, বাদির মোবাইল ফোনের কললিষ্টে বিবাদী তুহিন হোসেনের ছেলে হৃদয়ের ফোনে কল নাম্বার দেখে অকথ্য ভায়ায় গালিগালাজ করে। কথাকাটাকাটির একপর্যায়ে তুহিন রেহেনা বেগমকে বেধড়ক মারপিট করে জখম করে। এ বিষয়ে তুহিন বলেন, আমি রেহেনাকে ধাক্কা মারি কিন্তু মারপিট করিনি। থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমার কাজে একটি লিখিত অভিযোগ এসেছে। অভিযোগের উপর তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।