যেই প্রার্থী হোক না কেন, উপ-নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে আনারস প্রতিকের বিজয় 

0
227
আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ যে যাহা বলুক,নিরপেক্ষ ভোট হলে আনারস প্রতিক নিয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম জনগনের বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয় লাভ করার সম্ভবনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২০২০ ইংরেজি তারিখে উপ-নির্বাচন।সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। পারুলিয়া ইউনিয়নের আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। তিনি উপ-নির্বাচনে আনারস প্রতিক মার্কা নিয়ে বিভিন্ন এলাকায় যেয়ে দল মত নির্বে  শেষে সকল মানুষের সাথে নির্বাচনীয় বিষয় নিয়ে আলাপ করেন।তিনি তার জন্য দোয়াও আনারস প্রতিকে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।এসময় অনেকে জানান,যে যাহা প্রতিক নিয়ে উপ-নির্বাচনে অংশগ্রহন করুক না কেন,নিরাপক্ষ ভোট হলে আনারস প্রতিকের বিজয় হবে এমনই আশা সচেতন মহলের মানুষের।ভোটের বক্স কেন্দ্রে নিয়ে যাওয়ার পুর্বে মিডিয়া দিয়ে সহ-চেক করে কেন্দ্রে নিয়ে গেলে এটাই ভালো হবে। অনেকে জানিয়েছেন, আমরা যাহাতে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি এবং কেউ যাহাতে বাধা বিঘ্ন না করতে পারে এই ব্যাপারে সচেতন মহলের মানুষকে সচেতন হয়ে থাকতে হবে। প্রার্থী জনগণের কাছে জনপ্রিয় হয়ে থাকলে সেই প্রার্থী জনগণের ভোটে অবশ্যই। সেই  বিজয় লাভ করতে পারে। সেই তুলনায় আলহাজ্ব রফিকুল ইসলাম জনগনের কাছে জনপ্রিয়। আনারস নিয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম জনগনের মাঝে। ভোট আমার অধীকার, আমার ভোট আমি দেবো যাহাকে খুশি তাকে দেব এমনই প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here