বেনাপোল প্রতিনিধি: দ্বিতীয় দিনের মতো বেনাপোল শুল্কভবনের রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত তারা কলম বিরতি পালন করেন।এসময় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি, শুল্কায়ন,খালাসসহ সকল কাজকর্ম বন্ধ ছিল।বাংলাদেশ কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন(খুকাএভ) এই কর্মসূচির আয়োজন করেছে।
খুকাএভ এর সভাপতি শফিকুল ইসলাম বলেন,ঢাকা কেরানীগঞ্জের পানগাও কাস্টমস হাউসে যুগ্ন কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সোমবার বেনাপোল শুল্কভবনে রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।দ্বিতীয় দিনের এই কলম বিরতি সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত চলবে।আমাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ।অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান,গত বুধবার পানগাও কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে ডেকে অনিয়ম থাকা ফাইলে স্বাক্ষর করাতে চেষ্টা করেন। তিনি স্বাক্ষর করতে অনিহা প্রকাশ করলে তাকে কিল-ঘুসি চড় থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল শুল্কভবনেও আমরা আজ কলম বিরতি পালন করছি।