স্টাফ রিপোর্টার : যশোর অভনগরের এক বিবাহীত নারীকে ফেসবুকে উত্যক্ত ও সোসাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগে মা-ছেলেকে আসামি পণ্যোগ্রাফি আইনে আদালতে মামলা হয়েছে। আসামিরা হলো অভয়নগরেরর মশরহাটি গ্রামের মুনছুর আলীর স্ত্রী ময়না বেগম ও ছেলে মাসুদ। বুধবার ওই নারীর মা বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন ।
মামলার অভিযোগে জানা গেছে, বাদীর মেয়ের একই গ্রামে বিয়ে হয়েছে। তারা সুখে শান্তিতে সংসার করছে। বেশ কিছুদিন হলো আসামি মাসুদ ফেসবুকে নামে বেনামে আইডি খুলে গোপনে ধারন করা ছবি আপলোড দিয়ে সম্মানহানি ও সংসারে অশান্তি করছে। এ ব্যাপারে মাসুদের মাকে জানালে সে মেয়েকে তালাক দিয়ে তার ছেলের সাথে বিয়ে দেয়ার প্রস্তাব দেয়। তা না হলে মাসুদ এ ধরনের কর্মকান্ড করবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে থানায় মামলা করতে গেয়ে তা গ্রহন না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
Home
Uncategorized নারীকে ফেসবুকে উত্যক্ত করার প্রতিবাদে মা ছেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা












