সুমন শেখ, মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা শালিখা উপজেলায় আড়–য়াকান্দি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে আর কে ইন্ডাস্ট্রিজ নামে পারটেক্সের দরজা তৈরীর একটি কারখানায় হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্ত গ্রুপ। এ সময় কারখানার অফিস কক্ষ ভাংচুর, ল্যাপটবসহ অফিসে থাকা নগদ ৮ লাখ টাকা লুট হয়েছে বলে দাবী করছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশ শালিখা উপজেলার ৯ জনকে আটক করেছে ।
কারখানার সত্ত্বাধিকারী জুয়েল হোসেন জানান, বুধবার বিকালে তার কারখানার একটি মাল বোঝাই ট্রাক সীমাখালী বাজার দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হরিশপুর গ্রামের রেজাউলের সাথে তার কারখানার ওই ট্রাকের চালকের কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল তার ট্রাক চালকের ওপর হামলা চালিয়ে আহত করে। পাশাপাশি রেজাউলের পক্ষ নিয়ে হরিশপুর গ্রামের জসিম উদ্দিন, আব্দুল আজিজ, তরিকুল ইসলাম, হুমায়ন, কবির ও আলমগীরের নেতৃত্বে শতাধিক লোকজন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জুয়েল হোসেনের চালু কারখানায় হামলা চালায়। এ সময় তারা কারখানার জানালা,দরজার গ্লাস ভাংচুর করে। পরে অফিসে কক্ষে ঢুকে চেয়ার,টেবিল ভাংচুরসহ অফিসে থাকা একটি ল্যাপটব ও নগদ ৮ লাখ টাকা লুট করে। এ কারখানায় কাজ করে এলাকার প্রায় ২ শত নারী-পুরুষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে।
মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। বাকী যারা ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য পুলিশের জোর চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা কারখানাটি বন্ধ না করে চালু রাখতে বলেছি। কারণ এ কারখানায় অনেক দরিদ্র শ্রমিক কাজ করে। এলাকায় উত্তেজনা এড়াতে কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে’।