লোহাগড়ায় টাকা না পেয়ে সুদখোররা পিটিয়ে হত্যা করেছে দেনাদার ট্রাক চালককে ॥ আটক ১

0
381

 

রাজিয়া সুলতানা,লোহাগড়া(পৌর)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় সুদে টাকা না পেয়ে সুদখোর পাওনাদাররা মিলে দেনাদার ট্রাক চালক বিল্লাল বিশ্বাসকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সুদ দেয়ার শর্তে দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু বুড়ার কাছ থেকে ৩ লাখ টাকা টাকা ধার নেন। বৃহস্পতিবার সকালে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু খাঁ ও কালু বুড়াসহ সঙ্গীয়রা বিল্লালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। নিহতের স্বজনরা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আবার কেউ কেউ দাবি করছেন বিল্লাল বিশ^াস স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, বিল্লালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিঘলিয়া গ্রামের মৃত জীবন বুড়ার ছেলে কালু বুড়াকে (৫৩) আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here