আমদানি রফতানি গতিশীলতা ও পাসপোট যাত্রীদের সমস্যা নিরসনে ।।  ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দুরাই স্বামী বেনাপোল-বন্দর পরিদর্শন

0
477

 

বেনাপোল প্রতিনিধি :  দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারন ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা,অসুবিধা সরেজমিনে দেখতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাই স্বামী বেনাপোল কাষ্টম,বন্দর,সীমান্ত চেকপোষ্ট   ইমিগ্রেশন ও পেট্টাপোল চেকপোষ্ট পরিদর্শন করেছেন ।

এদিকে হাই কমিশনার বেনাপোলে পৌছালে কাষ্টম হাউজে ও বাইপাস সড়কে সহ চেকপোষ্ট এলাকায় তাকে পৃথক পৃথক ভাবে ফুলদিয়ে অভ্যর্থনা জানান,বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দু।হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষ্যে  প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।ভারতীয় সহকারী হাইকমিশনার আর কে রায়না ও হাইকমিশনারের সহ ধর্মিনী সফর সঙ্গি হিসাবে উপস্থিত ছিলেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান,বন্দর উপ পরিচালক ট্রাফিক আব্দুল জলিল ও মামুন তরফদার-সহকারি পুলিশ সুপার ইমরা্ন জুয়েল,উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল,ওসি মামুন খান ও আহসান হাবি,ভারত-বাংলাদেশ ভারত চেম্বর অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

বন্দর উপ পরিচালক ট্রাফিক আব্দুল জলিল ও মতিয়ার রহমান জানানম দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৮০তাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্ত সুষ্ট ভাবে বাণিজ্য পরিচালনা ও পাসপোট যা্ত্রীদের নানান সমস্যা বিদ্যমান।দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন,ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ  ভুমিকা রাখবে তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমনে পাসপোর্ট যাত্রীদের দূর্ভাগ লাঘব হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here